Cash Back Campaign: Electronics Merchant List


OK ওয়ালেট দিয়ে ঝটপট কিনে ফেলুন ইলেক্ট্রনিকস গৃহসামগ্রী আর পেয়ে যান ২০% * ক্যাশব্যাক।


অফার শুরুঃ ৩রা অক্টোবর, ২০১৯ থেকে ১২ই জানুয়ারী, ২০২০ পর্যন্ত।
অংশগ্রহণকারী মার্চেন্টঃ
  • সারা দেশব্যাপী M.K. Electronics, Butterfly Marketing Ltd., Singer (BD) Limited এর যে কোন শাখায় আপনি কেনাকাটা করতে পারবেন।


অফারের শর্তাবলীঃ
  • একটি নির্দিষ্ট দিনে OK Wallet দিয়ে একাধিকবার কেনাকাটা করলে কেবল প্রথম কেনাকাটায় আপনি ২০% ক্যাশ ব্যাক পাবেন যার লিমিট সর্বোচ্চ ৫০০ টাকা।
  • পুরো ক্যাম্পেইন জুড়ে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ আপনি এক বা একাধিক দোকান থেকে একাধিক ইলেক্ট্রনিকস গৃহসামগ্রী কিনলেও সর্বমোট ৫০০ টাকাই ক্যাশব্যাক হিসেবে পাবেন।
  • USSD অথবা APP যে কোন মাধ্যমে পেমেন্ট করলেই এই অফার প্রযোজ্য হবে।


অফারের বিস্তারিত:
  • অফারটি উপভোগ করতে OK ওয়ালেট দিয়ে M.K. Electronics, Butterfly Marketing Ltd., Singer (BD) Limited এর যে কোন শাখায় কেনাকাটা করুন।
  • অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ (Active), KYC যথাযথভাবে ভেরিফাইড (Verified) OK Wallet এ পর্যাপ্ত ব্যালেন্স থাকলেই আপনি অ্যাকাউন্ট থেকে পেমেন্টের মাধ্যমে এই অফার পাবেন।
  • ১,০০০ টাকার কম কোন লেনদেন এই ক্যাম্পেইনের জন্য গ্রহণযোগ্য নয়
  • মোবাইল রিচার্জ, ক্যাশ- ইন ও আউট, এড মানি, সেন্ড মানি এই ক্যাম্পেইনের আওতার বাইরে থাকবে।
  • ক্যাশব্যাক হিসেবে প্রাপ্য অর্থ কেনাকাটার ৩ (তিন) কার্য দিবসের মধ্যেই আপানার OK Wallet Account এ পৌঁছে যাবে।
  • আপনার একাউন্টের বিশেষ কোন কারণে ক্যাশব্যাক প্রদান করা সম্ভব না হলে, ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ১ মাসের মধ্যে নির্দিষ্ট বিরতিতে ৩ বার OK Wallet আপনার একাউন্টে ক্যাশব্যাক প্রদান করার চেষ্টা করবে। সকল চেষ্টা ব্যর্থ হলে এই ক্যাম্পেইনের জন্য আপনার ক্যাশব্যাকটি বাতিল বলে গণ্য হবে।
  • কোন OK wallet মার্চেন্ট যদি ক্রেতাকে পণ্য দিতে না পারে বা মার্চেন্টের কাছে সরবরাহ করার মত পণ্য না থাকে, এই পরিস্থিতিতে কোনভাবেই OK wallet কে দায়ী করা চলবে না। পণ্য সরবরাহ না করতে পারার কারণে যদি মার্চেন্ট ক্রেতাকে টাকা ফেরত দেন, তাহলে OK wallet ওই লেনদেন বাতিল বলে গণ্য করবেনা এবং ক্রেতার ক্যাশ ব্যাক লিমিট পুনর্বহাল হবে না। নির্দিষ্ট ঐ লেনদেনের বিপরীতে পাওয়া ক্যাশ ব্যাকের পরিমাণ এই ক্যাম্পেইনের ক্যাশ ব্যাক সীমার মধ্যে বিবেচিত হবে।
  • ক্রেতার/ গ্রাহকের কোন নির্দিষ্ট লেনদেন এবং/অথবা সামগ্রিক লেনদেন কার্যক্রম যদি OK Wallet কর্তৃপক্ষের নিকট যুক্তিসংগত কারণে সন্দেহজনক বলে প্রতীয়মান হয়, কিংবা OK Wallet কর্তৃপক্ষের নিকট ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে এমন সংশয়ের সৃষ্টি হয়, সেক্ষেত্রে ক্রেতার/ গ্রাহকের ক্যাশ ব্যাক বাতিলের অধিকার OK Wallet কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • OK Wallet কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম, মেয়াদ ও শর্তাদি পরিবর্তন / সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।


আরও জানতে দিন রাত যেকোন সময়ে কল করুন 16269 নাম্বার এ।